কালের স্বাক্ষী বহনকারী ডৌহাখলা ইউনিয়ন পরিষদ ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ময়মনসিংহ-কিশোরগজ্ঞ রোডের দুপাশে গড়ে উঠা গৌরীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ডৌহাখলা ইউনিয়ন। এটি ময়মনসিংহ শহর থেকে পূর্ব পর্শে ১৫ কি: মি: দূরে এবং গৌরীপুর উপজেলা হতে পশ্চিম-দক্ষিন পার্শে ১২ কি: মি: কাল পরিক্রমায় দূরে অবস্থিত। ঐতিহাসিক জমিদারদের বসতভিটা ছিল ডৌহাখলা ইউনিয়নে । জমিদারদের প্রাচীর , ভাঙা প্রাচীর গুলো আজো কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। সময়ের পরিবর্তনে আজ ডৌহাখলা ইউনিয়ন শিক্ষা,স্বস্থ্য, শিল্প প্রতিষ্টান, অর্থনৈতিক, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৮ নং ডেৌহাখলা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩০.০২ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৫,২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –৫০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫০ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস/ সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২ টি,
মসজিদ : ৬০ টি
মাদ্রাসা- ৯ টি।
ইয়াতিমখানা- ২ টি।
শিল্প প্রতিষ্টান : ৩ টি।
পাকা রাস্তা : ১৫ কি ; মি:
কাঁচা রাস্তা : ৪৩ কি: মি:
পুকুর : ১৮০ টি
নলকূপ : ১৬৮০ টি
ঝুঁকিপূর্ণ নলকূপ : ৫০ টি
বসত বাড়ী : ৫৩০০ টি
ভূমি অফিস : ১ টি
ইউনিয়ন পরিষদ : ১ টি
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স : ১ টি
কমিউনিটি ক্লিনিক : ৫ টি
ঝুকিঁপূর্ণ কালভাট : ৮ টি
দারিদ্রের হার : ৩৯%
পল্লী চিকিৰসক : ২৫ জন
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –আবুল হাশিম সাত্তার মন্ডল
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – জমিদার বাড়ী।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৫/০৯/১৯৮৬ ইং। ( নতুন ভবন)
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২৮/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২১/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১ নং ওয়ার্ড : তাঁতকুড়া , রুকনাকান্দা , কাটাশিয়া
২ নং ওয়ার্ড : তেলিজানী , গয়েশখিলা , নন্দ্রীগ্রাম
৩ নং ওয়ার্ড : কলতাপাড়া , চূড়ালী
৪ নং ওয়ার্ড : গাজিপুর , পাড়া রাজিবপুর , দরুন লালমা , মামদীপুর , ঝাউগাই , চন্দপাড়া ,
পায়ড়া, চর শ্রীরামপুর, কৃষ্ণনগর।
৫ নং ওয়ার্ড : সিংজানী , চর ঘোড়ামারা
৬ নং ওয়ার্ড : কদিম ডৌহাখলা , রামপুর সিংজানী , ছোট বৃ ডৌহাখলা , ইসপিনজামপুর, দরুন সিংজানী
মল্লিকপুর , বাঁশাটি , গনিতাশ্রম, বেদাশ্রম, দেবাশ্রম
৭ নং ওয়ার্ড : পানাটি, স্বল্প পানাটি , মৌজা পানাটি , কাজীর পানাটি, বড় বৃ ডৌহাখলা , স্বল্প ডৌহাখলা
৮ নং ওয়ার্ড : মরিচালী , হরিদ্রাকান্দি , কুমার রামপুর , কর্মকারপাড়া , ত্বকপুর
৯ নং ওয়ার্ড : রুকুন্দীপুর , আহসানপুর, কলাদিয়া , চক কলাদিয়া , রতনপুর , বিল কেইলা , নগুয়া ,
হিরনসনখিলা, চানপুর, দৌলতপুর,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত চেয়ারম্যান : ১ জন ।
২) নির্বাচিত পরিষদ সদস্য: – পুরুষ ৯ জন, নারী ৩ জন।
৩) ইউনিয়ন পরিষদ সচিব : – ১ জন।
৪) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দ্যোক্তা :- ১ জন।
৫) ইউনিয়ন গ্রাম পুলিশ : – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS